IQNA

মস্কো ইসলামিক সেন্টারের প্রধান:

ভিডিও | বিশ্বে শিয়া যৌক্তিকতা প্রমাণ করতে এ বছর মহররম

13:21 - August 21, 2020
সংবাদ: 2611354
তেহরান (ইকনা): অন্যান্য বছরের তুলনায় এবছর মহররমের শোকানুষ্ঠান ভিন্ন আঙ্গিকে পালন হচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব মেনে এবং স্বাস্থ্যবিধি পালন করে ইমাম হুসাইন (আ.)এর শাহাদাতের শোকানুষ্ঠান পালন করা হচ্ছে।
রাশিয়ায় ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রতিনিধি এবং ইসলামিক সেন্টারের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাবের আকবারী জাদ্দী বলেন: এই বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং মারজায়ে তাকলীদগণের স্বাস্থ্যবিধি পরামর্শের জন্য ভিন্ন পরিস্থিতিতে মহররমের শোকা পালন করছি। আসুন বিশ্বকে আমাদের যৌক্তিকতা প্রমাণ করার চেষ্টা করি। শিয়া এবং আহলে বায়েত (আ.)এর প্রেমীগণকে সকল শোক পালনকারীদের কথা চিন্তা করে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় বিবেচনা করতে হবে। তাই নির্ভুল পরিকল্পনার মাধ্যমে আমাদের বিভিন্ন কার্যক্রম সাইবার স্পেসে প্রকাশ করতে হবে। iqna
 
captcha